Featured

The art of time management skill । The art of productive life।



Published
ছাত্রজীবনে আমরা কত-শত অংকই না করি কিন্তু নিজের জীবনের অংকটাই কখনো করা হয়না। মিলিয়ে দেখা হয়না কখনো জীবন নামক অংকের ফলাফল কি। এ কারণে কর্মজীবনে হা-হুতাশ করে মরি এবং জীবনের শেষ দিনগুলি আফসোস করেই কাটিয়ে দিতে হয়।

আর তাই এই ভিডিওতে আমি জীবনের অংকটি মেলানোর চেষ্টা করেছি। আমি জীবনের সময়কে ২টি ভাগে ভাগ করেছি। ১. জীবনের শাখা-প্রশাখা অর্থাৎ ঘুম, খাওয়া-দাওয়া, গোসল, টয়লেট এবং মজা-মাস্তিতে কত সময় চলে যাচ্ছে। ২. মূল জীবন অর্থাৎ আমাদের কর্মের জন্য আমরা কত সময় পাচ্ছি। এছাড়াও ভিডিওটিতে সময় অপচয় বন্ধ করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি দেখলে আপনি সময় অপচয় করা বন্ধ করতে পারবেন।

জীবন প্রধাণত ৩টি ভাগে বিভক্ত। ১. ছাত্রজীবন ২. কর্মজীবন এবং ৩. অবসর জীবন। এর মধ্যে কর্মজীবনই সব। ছাত্রজীবন হলো কর্মজীবনের প্রস্তুতি। আর অবসর জীবন হলো কর্মজীবনের ফলাফল ভোগ করা। মানুষ মারা যাওয়ার পর তার নামটি ছাড়া আর যে পরিচয়টি পৃথিবীতে থেকে যায় তা হলো তার কর্মের পরিচয়। তাই আমাদের জীবনটা যেনো মহৎ কোন কর্ম কেন্দ্রিক হয় ভিডিওর শেষে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে।

বিঃদ্রঃ- ভিডিওটি অনেক বড় হওয়ায় ২টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। এখানে ১ম খণ্ডটি আপলোড করা হয়েছে। ২য় খণ্ডটি খুব দ্রুতই আপলোড করা হবে।
#ashrafulskillacademy #timemanagementskill #productivelife
Category
Management
Be the first to comment